সিলেট নগরীর আম্বরখানা জামে মসজিদ পরিচালনা কমিটির কার্যকরী সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে সেক্রেটারী নির্বাচিত হয়েছেন আম্বরখানা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লোকমান আহমদ।
গত ০৯/০২/২০২২ইং তারিখে আম্বরখানা জামেমসজিদ কমিটির মোতওয়াল্লী মো: মঈন উদ্দিন জায়গীদারের স্বাক্ষরিত পত্রটি গ্রহণ করেন নবনির্বাচিত সেক্রেটারী মো: লোকমান আহমদ।
বুধবার (৯ই ফেব্রুয়ারী-২০২২ইং) আম্বরখানা জামে মসজিদ পরিচালনা কমিটির সকল সদস্যের সামনে ও সর্বসম্মতিক্রমে মো: লোকমান আহমদকে সেক্রেটারী নির্বাচিত করা হয়।
নতুন সেক্রেটারী গঠন অনুষ্টানে আম্বরখানা জামে মসজিদের মোতওয়াল্লী মো: মঈন উদ্দিন জায়গীদার বলেন, সিলেট নগরীর মধ্যে একটি সু-শৃঙ্খল ও আদর্শ এলাকা হচ্ছে আম্বরখানা। এ এলাকা একটি ঐতিহ্যবাহী এলাকা হিসাবে সম্মানিত। তাই সবার উপস্থিত সবার সামনে ও সর্বসম্মতিক্রমে সেক্রেটারী লোকমান আহমদ আম্বরখানা জামে মসজিদের উন্নয়নের লক্ষ্যে সকল প্রকার কার্যক্রম কমিটিকে নিয়ে পরিচালনা করবেন।
পরে তিনি নবগঠিত সেক্রেটারী লোকমান আহমদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
উল্লেখ্য যে কমিটির সদস্যবৃন্দ হচ্ছেন ডা: ফারুক আহমদ চৌধুরী, সাংবাদিক বশির আহমদ, শফিকুর রহমান, খয়রুল কামরান, পারভেজ আহমদ, ফয়েজ আহমদ, মো: মিজান, মো: তাহের।