টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগূ অর্থ বিতরন করেছে “মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
২৮ শে মে শনিবার দুপুরে বাদ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর পীর বাড়ী ও আকিল পুরে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ট্রাস্টের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালিক। মৌলভী আবুল লেইছের সভাপতিত্বে ও লাহিন নাহিয়ানের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আর রাহমান এডুকেশন ট্রাস্টের সহযোগিতা প্রতিষ্ঠান আল- খিদমাহ ওরপ্যান ইনস্টিটিউট বাবুল এহসান দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাম্মদ কবির আহমদ বুলবুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ শাখার স্থায়ী সদস্য ARET TV এর পরিচালক এম. মাহফুজুর রহমান, সহকারী পরিচালক হাফিজ মাহমুদুর রহমান, সহকারী পরিচালক আবিদুর রহমান, সুমন বিপ্লব প্রমূখ।
বক্তাগন বলেন লামাকাজী,খাজাঞ্চী ও কামাল বাজার ইউনিয়নসহ সিলেটের বিভিন্ন এলাকায় অল্প হলেও পাঁচ শতাধিক দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে পেরে মহান মাবুদের কাছে শোকরিয়া আদায় করছি।