সারাদেশের মত সিলেটেও সেনা মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে টহল দিচ্ছে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট।
লকডাউনের শুরুর দিন বৃহস্পতিবার ( ১ জুলাই) সকাল থেকে পুলিশ, র্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে সকাল থেকেই। সিলেট নগরীসহ বিভিন্ন এলাকায় সকাল ১১টার পর থেকে সেনাবাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে।
এবারের লকডাউন বাস্তবায়নে ‘আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার’ বিধানের আওতায় মাঠপর্যায়ের কার্যকর টহল নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক সেনা মোতায়েন রয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, পুরো সিলেট জনমানবশূন্য। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। সেনাবাহিনী গাড়ি রাস্তায় দেখে গেছে। কোথাও কোথাও কয়েকজনকে দেখা গেলেও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে ঘরে যেতে বলছেন। এদিকে সিলেট নগরীর বন্দরবাজার ও আম্বরখানা এলাকায় কয়েকটি ব্যক্তিগত গাড়িগুলো দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জানতে চেয়েছে পুলিশ।
জালালাবাদ /সিলেট /৪৭৯৯