মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে রক্তদান সংস্থা কামারচাক এর উদ্যোগে ও অলিলা গ্রুপ ও কামারচাক ওয়েলফেয়ার এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ও সেচ্ছায় রক্তদান উদ্বুদ্ধ করণ কর্মসূচী পালন করা হয়।
অধ্য ২৫ অক্টোবর ২০২১ ইং সোমবার সকাল ৯ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত প্রায় ৮ শতাধিক মানুষের ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালন করা হয়।
সেচ্চায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ এই মূল মন্ত্র কে বুকে ধারণ করে রক্তদান সংস্থা কামারচাক ইউনিয়ন এর সদস্যরা মানবতার কাজ করে যাচ্ছে সমাজের মানুষের জন্য।
এসময় উপস্থিত ছিলেন রক্তদান সংস্থা এর সভাপতি মো: কামরুল ইসলাম দুলাল ও সাধারণ সম্পাদক মির্জা আহমেদ হেলাল । সংগঠনের উপদ্দেষ্টা আব্দুর রকিব, আব্দুল গাফফার সহ এলাকার গণ্যমান্য বৃক্তি বৃন্দ।
এছাড়াও সংগঠনের অন্যান্যদের মধ্যে শাহ পারবেজ, আব্দুল্লাহ আল সাদিক, বাবলু,সিরাজ,ফয়ছল, ইমন, শামীম সহ সংগঠনের নেতৃবৃন্দ।