মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমাজসেবী সংগঠন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে আয়োজিত “সবুজের সমারোহে সাজাব পৃথিবী” এ শ্লোগান সামনে রেখে সপ্তাহব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান,মসজিদ,মন্দির, গির্জা ও দাতব্য প্রতিষ্টানে বৃক্ষ রোপন কর্মসূচী আয়োজনের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শনিবার যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর কার্যকরি কমিটির সভাপতি আমিনুল বাবলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সঞ্চালনায় বৃক্ষ রোপন কর্মসূচী আয়োজন অনুষ্টিত হয়।
উক্ত কর্মসূচী আয়োজনে উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর প্রতিষ্টাতা নজমুল ইসলাম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল জব্বার। বৃক্ষ রোপন কর্মসূচী আয়োজনে স্বাগত ব্যক্তব্য রাখেন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর কার্যকরি কমিটির সহ-সভাপতি সাদিকুর রহমান সাহেদ। এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল হুোসেন রিপন,পারভেজ আহমদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিবৃন্দ আর্ত মানবতার সেবা ও সামাজিক কর্মক্রমকে আরো বেঘমান করার লক্ষে একযোগে কাজ করার জন্য যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর কার্যকরি কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দেরকে উদাত্ব আহব্বান জানান। পাশাপাশি বৃক্ষ রোপণ কর্মসূচী কার্যক্রমে যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ-কে উপহার স্বরূপ ফলজ বৃক্ষ উপহার প্রদান করায় তরুণ সমাজসেবক ও কাতার প্রবাসী শাওন আহমদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উলেখ্য,যুবশক্তি সমাজকল্যাণ পরিষদ এর সপ্তাব্যাপী বৃক্ষ রোপনের কার্যক্রম আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে।