সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের অন্তর্ভুক্ত হাপারু-খাটিয়া বিলে মাছের পোনা অবমুক্ত করণ আজ ০৮-০৯-২০২১ ইংরেজি বুধবার অনুষ্ঠিত হয়। এতে সিলেট সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আশফাক আহমেদ মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় তিনির সাথে ছিলেন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শামসুল ইসলাম টুনু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ি, আওয়ামী লীগের নেতা জনাব নজির আহমদ আজাদ, ফতেহপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি জানাব মনু মিয়া, ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফজলু মিয়া।