পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতি ও দেশ বিদেশে অবস্থানরত মুসলিম ভাইবোন সহ ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের সকল ভাইবোনদেরকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের যুগ্ন আহবায়ক আলা উদ্দিন।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – আত্মত্যাগ ও সংযমের মাস মাহে রমজান। এই মাসে আমরা সিয়াম সাধনার পাশাপাশি নিজেদের ইনসাফ পূর্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজেকে সুন্দর ও আল্লাহর প্রিয় বান্দায় পরিনত করার মাস রমজান। এজন্য একে অন্যের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রদর্শনের মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গঠনে কাজ করতে পারি।
তিনি আরও বলেন, আমরা মুসলিম হিসেবে আমাদের যে সকল দায়িত্ব রয়েছে তা পুরন করতে হবে। এজন্য একে অন্যের পাশে দাড়িয়ে মানুষের প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে হবে।