সিলেট ৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী আতিকুর রহমান আতিক বলেছেন, জনগন চায় একটা সুষ্ঠু নির্বাচন। যেখানে জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করবে। এজন্য অবশ্যই সরকারি দল আগের মত এই নির্বাচন নিয়ে তেমন কোন বিপত্তি সৃষ্টি করবে না।
তিনি বলেন – ২০ দলীয় জোট নির্বাচনে আসছে না তারা একটা রেফারেন্স দেখাচ্ছে পূর্বের নির্বাচনগুলো তাদের কাছে সুষ্ঠু মনে হয়নি। তবে আমি আশা করব সিলেট ৩ আসনে এরকম কোন কিছুই হবে না। কেননা সিলেট ৩ আসনে কেউ জিতলে সরকার ক্ষমতায় যাবে না। এজন্য আমি মনে করি কার কত জনপ্রিয়তা তা নির্বাচনের মাঠে দেখা যাবে।
তিনি আরও বলেন – আওয়ামীলীগ চাইবে না এই নির্বাচন কে প্রশ্নবিদ্ধ করে জাতীর কাছে লজ্জিত হতে। যদি পরবর্তী অবস্থা আশংকাজনক হয় তবে আমি অবশ্যই সাংবাদিকদের জানাব।
তিনি গতকাল (রবিবার) সিলেটে কর্মরত সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রশ্নের জবাবে কথাগুলো বলেন।
জালালাবাদ /৬৮৯৯