দক্ষিন সুরমা উপজেলাধীন দাউদপুর ইউনিয়ন এর অন্তর্গত সিকন্দরপুর গ্রামে প্রতিষ্ঠিত রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময়ের মধ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে বার-বার সভাপতির দায়িত্ব পালন করে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় মাদরাসা পরিচালনা কমিটি এবং এলাকাবাসীর পক্ষ থেকে মাওলানা বশির উদ্দিন কে সংবর্ধনা প্রদান করা হয়।
মাদরাসা সুপার মাও: খছরুজ্জামানের পরিচালনায় এবং শিক্ষক মাও: সাইফুল ইসলামের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সূচিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ(স্পেন) কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের প্রশিক্ষণ সম্পাদক শেখ আলী হায়দার, দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দক্ষিণ সুরমা উপজেলার আহ্বায়ক মাওলানা হাফিজ আব্দুস শহিদ সাহেব ও সদস্য সচিব মাও: আশরাফ আলী।
উপস্থিত ছিলেন,
মোগলাবাজার থানা তালামীযের সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফি, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল বাছিত বাবুল, হাফিজ শফিকুর রহমান, মাদ্রাসার সহ সুপার মাও: খায়রুল ইসলাম, শিক্ষক মাওলানা আজিম উদ্দিন ও মির্জানগর হাজী নজির আলী (রহঃ) ট্রাস্টের সহ সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন প্রমুখ।
উল্লেখ যে, ২০০৮ সালে প্রতিষ্ঠিত হওয়া রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদরাসা শুরু থেকে সুনামের সহিত কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছে।
বিজ্ঞপ্তি