সিলেট বিভাগের প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ সৎপুর দারুল হাদীস কামিল মাদরাসা’র স্বনামধন্য উপাধ্যক্ষ পশ্চিম সিলেটের হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র শায়খুল হাদীস হযরতুল আল্লাম ছালিক আহমদ (৫৩) ভুরকি হুজুর’ ইন্তেকাল করিয়াছেন।
তিনি আজ ২৪ জুন বৃহস্পতিবার সকাল ৭.৩০ ঘটিকায় সিলেট নগরীর জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহকালিন জগতের মায়া ছেড়ে মহান রাফিকে আলা’র ডাকে সাড়া দিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৫৩ বছর।
মাওলানা ছালিক আহমদ ভুরকি হুজুর সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ভুরকি গ্রামের বাসিন্দা ও স্হানীয় সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ ছিলেন এবং ভুরকি গ্রামের মরহুম পীর আবুল লেইছ সাবের বড় ছেলে। দুই ভাই দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।
মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।
উল্লেখ্য: গত ২২ জুন মঙ্গলবার নিউমোনিয়ায় রোগে আক্রান্ত হয়ে মাওলানা ছালিক আহমদ সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
মাওলানা মুহাদ্দিস ছালিক আহমেদের জানাযার নামায আজ বিকাল ৫ঃ৩০ মিনিটের সময় তিনির নিজগ্রাম ভুরকি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
এদিকে মুহাদ্দিস ছালিক আহমেদের মৃত্যুর খবরে চারিদিকে নেমে এসেছে শোকের ছায়া, তিনির মৃত্যুতে গোটা সিলেটের বাতাসে স্তব্ধতা নেমে এসেছে দ্বীনের এ দায়ীর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হচ্ছে।