মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও টি শার্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
(১৭ জুলাই) শনিবার বিকাল ৪ ঘটিকার সময় বড়লেখার আলভীন রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশনের আহবায়ক ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিয়ান ফরহাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল হাসাম, যুগ্ম আহবায়ক অলিউর রহমান জাবের, যুগ্ম আহবায়ক ময়নুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল্লা আল মাসুম,যুগ্ম আহবায়ক জিবার আহমদ সদস্য সাইফুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রক্তদান ও যুব সমাজ ফাউন্ডেশন বড়লেখা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ আজাদ, ছায়েদ হোসেন, শাকিল আহমদ, সাকিল আহমদ, তাহমিদ হাসান দুলাল, নাজু আহমদ মুন্না, মারুফ আবির, মুহিবুর রহমান, এনাম উদ্দিন, এম সাইফুর রহমান, সাব্বির রহমান, শাহিন আহমদ, জাকারিয়া মাহমুদ শাওন, আরিফ আহমদ, মজিদ আহমদ, জুনেল আহমদ, আফজাল আহমদ সহ প্রমুখ।
এ সময় ফাউন্ডেশনের সবার মতামতের ভিত্তিতে ঈদ পরবর্তীতে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে।