বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজনে(১৫ এপ্রিল) শুক্রবার বাদ আসর হিফজুল কোরআন কাওমি মাদ্রাসা ও এতিমখানায় এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে এতিম খানায় সেহরীর খাদ্য সামগ্রী বিতরণ ও এতিমদের কে ইফতার দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
এতে বড়লেখা পবলিকেসন্স সোসাইটির সাধারণ সম্পাদক শেখরুল ইসলামের সঞ্চালনায় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু,সংগঠনের উপদেষ্টা ও বড়লেখা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো.নিয়াজ উদ্দীন,সংগঠনের বাংলদেশ প্রতিনিধি ও প্রধান সম্বনয়ক মাস্টার সেলিম উদ্দিন, উপদেষ্টা ব্যবসায়ী শামছুল ইসলাম পুতুল, সংগঠনের উপদেষ্টা দৈনিক যুগান্তর বড়লেখা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব।সংগঠনের উপদেষ্টা মাষ্টার জাকির হোসেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন সকলের সার্বিক সহযোগিতায় এই মানবিক কাজটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।এতে করে বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের কাজগুলো আরো বেগমান হবে, যারা এই মানবিক কাজের সাথে জড়িত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও আরো উপস্হিত ছিলেন ব্যবসায়ী আব্দুল খালিক, পাবলিকেশন সোসাইটির ভাইস চেয়ারম্যান আহমদ জাকারিয়া, বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. মাছুম আহমদ, ও পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন আহমদ, টিম ফর কোভিড ডেথের সভাপতি সাহাব উদ্দিন সাংবাদিক তাহমিদ ইশাদ রিপন, ৫২বাংলা সিলেট পূর্ব অঞ্চল প্রতিনিধি মোঃইবাদুর রহমান জাকির ,মানবসেবা সংস্হার সাধারণ সম্পাদক মোহাম্মদ শুভ, মায়ার সিলেট অনলাইন চ্যানেল প্রতিনিধি সাইফুর রহমান, দৈনিক আশ্রয় প্রতিদিন প্রতিনিধি শাহরিয়ান আহমেদ শাকিল প্রমুখ।
প্রসঙ্গত ইফতারের পূর্বে দেশ-জাতি ও বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রবাসীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মাওঃ খলিলুর রহমান।