মৌলভীবাজারের বড়লেখা অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে বড়লেখা মিডিয়া সেন্টারে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত।
সভায় সর্বসম্মতিতে দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মিজানুর রহমানকে সভাপতি, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি ও বড়লেখানিউজ২৪ ডটকমের সম্পাদক জালাল আহমদকে সহসভাপতি, একাত্তর টেলিভিশন প্রতিনিধি ও সিলেটভিউ২৪ ডটকমের নিজস্ব প্রতিবেদক (বড়লেখা) এ.জে লাভলুকে সাধারণ সম্পাদক এবং দৈনিক একাত্তর কথা ও সিলেট প্রতিদিন২৪ ডটকমের প্রতিনিধি আদিব মজিদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা হলেন- সিনিয়র সাংবাদিক অসিত রঞ্জন দাস ও আইনজীবী গোপাল দত্ত। সিনিয়র সদস্যরা হলেন- সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, কাজী রমিজ উদ্দিন ও তপন কুমার দাস।
সদস্যরা হলেন- সুলতান আহমদ খলিল, দেলোয়ার হোসাইন, মস্তুফা উদ্দিন, ময়নুল ইসলাম, রিপন দাস ও আশফাক জুনেদ।
বিজ্ঞপ্তি /৫৬৭৯