মৌলভীবাজারের বড়লেখায় করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে আজ বৃহস্পতিবার (১ জুলাই) সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দেওয়া হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার মুদ্দাচ্ছির বিন আলির নেতৃত্বে বড়লেখা থানা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি’র যৌথদল উপজেলার হাজিগঞ্জ বাজার, কাঠালতলী বাজার, রতুলী বাজার, আজিমগঞ্জ বাজার, কানোনগোবাজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহদী, বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার প্রমুখ।