সিলেট সদর উপজেলার সামাজিক সংগঠন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের সময়সূচির ক্যালেন্ডার প্রকাশনী আজ ২৬ মার্চ শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় স্থানীয় দশগ্রাম বাজারে ক্যালেন্ডার বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি মিজানুর রহমান ময়না’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুনের পরিচালনায় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বি হাজ্বি মখলিছ আলী, আলমাছ আলী, বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবুল, আব্দুর রহমান, মোহন আহমদ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, গোলাম রব্বানী, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম সুয়েজ, সেলিম আহমদ প্রমূখ।
সংগঠনের পক্ষ থেকে ক্যালেন্ডার দাতা বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবী, নজির আহমদ আজাদ ও বিশিষ্ট ব্যবসায়ি, সমাজসেবী শফিক আহমদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পাশাপাশি পবিত্র রমজান মাসে সকল মুমিন মুসলমানদের প্রভূর সানিধ্য লাভে সিয়াম সাধনায় মনোনিবেশ করতে আহবাণ করেন এবং সামর্থবানদের সমাজের গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিশেষ অনুরোধ করেন।