আর্তমানবতার কল্যাণে প্রতিষ্ঠিত সিলেট সদর উপজেলার মানবতাবাদী ও সামাজিক সংগঠন বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকি আগামীকাল ২১ ফেব্রুয়ারী সোমবার। প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে গরীব, দুঃস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে পাশাপাশি নতুন কমিটি ঘোষণা করা হবে। আগামীকাল ২১ফেব্রুয়ারি সোমবার স্থানীয় দশগ্রাম বাজারে বাদ মাগরিব প্রতিষ্ঠা বার্ষিকি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বৃহত্তর দশগ্রামের সর্বস্থরের আপামর জনসাধারণ ও সংগঠনের সকল সদস্য বৃন্দকে উপস্থিত থাকতে বৃহত্তর দশগ্রাম জনকল্যাণ পরিষদের সভাপতি মিজানুর রহমান ময়না ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মামুন সবিনয়পূর্বক আহবান করেছেন।