বীর মুক্তিযোদ্ধা ফেঞ্চুগঞ্জ ঘিলাছড়া( জিরোপয়েন্ট) নিবাসী মোবাশ্বের আলী ১৪ আগস্ট শনিবার রাত ১০.২০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিঊন
তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় সিলেট সহ গুরুত্বপূর্ণ সেক্টরের অধীনে যুদ্ধ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও শহীদ নূর হোসেন সৃতি পরিষদের উপদেষ্টা আব্দুল শহীদ কাজল।
তিনি এক শোক বার্তায় উল্লেখ করেন – মোবাশ্বের আলী একজন বীর বাঙ্গালী ছিলেন। যিনি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অস্রহাতে দেশের জন্য যুদ্ধ করেছেন। আমরা আমাদের মধ্যে থেকে আরও এক জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাকে হারালাম।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাভিভূত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।