
সিলেট ফেঞ্চুগঞ্জ বিয়ালী বাজার জামে মসজিদ ও কায়স্তগ্রাম এলাকা বাসীর উদ্যোগে বন্যাকবলিত মানিকোনা.সুড়িকান্দি. বেলকোনা ক্ষতিগ্রস্ত 200 পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঔষধ বিতরণ করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার নগদ অর্থ ও ঔষধ বিতরণী সময় উপস্থিত ছিলেন বিয়ালী বাজার জামে মসজিদে প্রধান ইমাম ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক সৈয়দ সুলাইমান. বিয়ালী বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদ।
মসজিদ পরিচালনা কমিটির সদস্য সেলিম আহমদ চৌধুরী ও সৈয়দ আলো আহমদ, বিয়ালী বাজার জামে মসজিদে ইমাম আব্দুল রাজ্জাক, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েত সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন হাফিজ মাওলানা হোসাইন আহমদ, সাবেক সভাপতি ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীয, বর্তমান সহ সাংগঠনিক সম্পাদক সিলেট পূর্ব জেলা তালামীয. সমাজ কমী শরিফ উদ্দিন ও হাফিজ নজরুল ইসলাম. মাস্টার আব্দুল জলিল ও জাবেদ আহমেদ।