বিয়ানীবাজার উপজেলার আর্ত মানবতার সেবায় নিয়োজিত বর্হি বিশ্বে অবস্থানরত বাঙ্গালী কমিনিটি বিয়ানীবাজার প্রবাসীদের নিয়ে সংগঠন বিয়ানীবাজার ডেভোলাপমেন্ট সোসাইটি ইউকে”র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত দূর্গত পানিবন্দি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে (২৭ মে) শুক্রবার এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার ডেভোলাপমেন্ট সোসাইটি ইউকের সাবেক সভাপতি আব্দুল মালেক, ফি জিলালুর কোরআন সোসাইটির বিয়ানীবাজার এ চেয়ারম্যান মাওলানা ফয়জুল ইসলাম, কোনাগ্রাম দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মস্তুৃফা উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সোসাইটির সদস্য আব্দুল মুকিত মুজিব, কুয়েত প্রবাসী ফারুক আহমদ, ছাত্রনেতা আদিলুর রহমান সহ নেতৃবৃন্দ।
অতিথিরা তাহারা প্রশংসা করে বলেছেন বিয়ানীবাজার ডেভোলাপমেন্ট সোসাইটি ইউকে আর্ত সামাজিক কাজে সর্বদা বিয়ানীবাজারের মানুষের পাশে আছে, আজ পানিবন্দি সুবিধা বঞ্চিত মানুষদের কে যে সহযোগিতা করতেছে আমরা তাদের কে ধন্যবাদ জানাই।
সোসাইটির সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুজ্জামান বলেছেন, আমরা আমাদের মাতৃভূমির সুবিধা বঞ্চিত মানুষের পাশে সামর্থ দূর্দিনে পাশে থাকতে পেরে নিজেদের কে ধন্য মনে করছি, যথাসাধ্য আগামীতের যে কোন দূর্যোগে পাশে থাকবো।