বিশ্বনাথে লকডাউনের তৃতীয় দিনে জরিমানা ও মামলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী এক সপ্তাহের কঠোর লকডাউনের আজ তৃতীয় দিনে সিলেটের বিশ্বনাথ উপজেলায় কঠোর অবস্থানে ছিল আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা।
দিনভর উপজেলা সদরসহ বিভিন্ন হাট- বাজারে অভিযান পরিচালনা করেন,সেনাবাহিনীর সদস্য, পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
তৃতীয় দিনে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় বিভিন্নজনকে ৬ টি মামলা এবং জরিমানার ৯ হাজার টাকা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কামরুজ্জামান ও সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদদীন।
জালালাবাদ /৫৮৯৯