টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী ও নগূ অর্থ বিতরন করেছে “মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।
২৭ শে শুক্রবার বাদ জুম্মা উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহমান মঞ্জিল এলাহাবাদে ইউনিয়নের শতাধিক মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ ও ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা মুখলিছুর রহমান।
ট্রাস্টের বাংলাদেশ শাখার সম্পাদক মাওলানা আব্দুল মালিক এর পরিচালনায় ও
হাজী আবুল লেইসের সভাপতিত্বে
প্রধান বক্তার বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যন নিজাম উদ্দিন সিদ্দিকী।
বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এলাহাবাদ ইসলামিয় আলিম মাদরাসার
আরাবী প্রভাষক হযরত মাওলানা হাবিবুর রহমান,
জগন্নাথপুর চরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছালেহ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,পীর আমিনুর রহমান, এহসানুর রহমান, ফয়েজ আহমদ,লিয়াকত আলী, কমর উদ্দীন
ARET TV পরিচালক মাহফুজুর রহমান,
মুস্তাফিজু রহমান, ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য ARET TV নিয়মিত সহকারী পরিচালক হাফিজ মাহমুদুর রহমান ও আবিদুর রহমান, মুনিয়িমুর রহমান, হামিম, তোয়াছিন, সালমান আহমদ প্রমুখ।
বক্তাগন বলে, যারা দিনমজুর তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। বন্যায় আয়ের সব রকম উৎস বন্ধ। কোথায় থেকে দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না।
তাই বাধ্য হয়ে অপেক্ষার প্রহর গুনছে।কেউ এসে দু’মুঠো খাবার তাদের দেয় কিনা.
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, টানা দু’দিন না খেয়ে থাকা বৃদ্ধের খাবারের জন্য আহাজারির দৃশ্য। এরকম এক-দু’জন নয়, হাজার হাজার দরিদ্র দিনমজুর অনাহারে মৃত্যুর প্রহর গুনছে।
এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে।
মানবতার মুক্তির দূত, বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.) মানব সেবার জন্য আরবের যুবকদের নিয়ে গঠন করেছিলেন হিলফুল ফুজুল। দরিদ্র ও দুস্থদের সহায়তা করেছেন নিজের সর্বোচ্চটুকু দিয়ে।
এই আদর্শ লালন করে মানবতার সেবার সর্বক্ষেত্রে সব জায়গায় আর রাহমান এডুকেশন ট্রাস্টের সাহায্যে ও সহযোগিতাকে ধন্যবাদ জানাই।
পাশাপাশি ট্রাস্টের এই কার্যক্রম আরো বেশী করে এগিয়ে যাক মানবতার তরে।