পবিত্র মাহে রামদ্বানে দীর্ঘ এক মাস মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় সিলেটের বিশ্বনাথে ২২ জন ছাত্রদের মধ্যে ঈদের পোষাক প্রদান করা হয়।
২৯ শে এপ্রিল শুক্রবার উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ইসলাম পুর নিবাসী যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম আজাদ,মোতাওয়াল্লী আব্দুস শহিদ,ইমাম জাহেদ মিয়া,মেসার্স রিয়াজ এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের অর্থায়নে নতুন মসজিদ কমিটি এই পোষাক প্রদান করে।
এসময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির মোতাওয়াল্লী আব্দুস শহিদ, ইমাম জাহেদ মিয়া,রিয়াজ মিয়া,মোহাম্মদ আজর আলী,লিয়াকত আলী,মকদ্দুছ আলী,সুরুজ আলী,সানুর আলী,সুবহান মিয়া,খোয়াজ আলী,আব্দুল জব্বার, ফজই মিয়াসহ গ্রামের সর্বস্তরের ব্যক্তিবর্গ।
আগামীতে এই কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার ও সকল দাতাগনের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করা হয়।