চলমান রামাদ্বান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটের বিশ্বনাথে ৮০ জন গরীব ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে আর্ত মানবতার সেবায় নিয়োজিত যুক্তরাজ্যস্থ প্রতিষ্টিত আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট ইউ,কে।
২২ শে এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসি গাঁওস্থ ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মরহুম ছমরু মিয়ার বাড়ীতে ট্রাস্টের ইউকে সভাপতি আশরাফ উদ্দিন,ট্রাস্টি আফছার উদ্দিন ও আনছার উদ্দিনসহ তাদের পরিবারের অর্থায়নে ১লক্ষ ত্রিশ হাজার টাকার নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ট্রাস্টের বাংলাদেশ শাখার পরিচালক মোস্তাক আহমেদ। উদ্বোধন পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেন,যে মানুষ মহান রবের সৃষ্ট জগতকে ভালোবাসে, সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসে, তার সে কাজই শ্রেষ্ঠ এবং প্রশংসনীয়। সেবার জন্য কাজ করলে সমাজ জীবন সুখের হয়।আর এই লক্ষ্যে আলহাজ্ব ছমরু মিয়া কল্যাণ ট্রাস্ট ইউকে প্রতিবেশী,আত্মীয় -স্বজন,এবং সমাজের অসহায় দরিদ্র ও দূঃখকাতর মানুষের সেবায় অবিরত কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন, সমাজ সেবায় এই ট্রাস্ট দীর্ঘ ৪ বছরে উপজেলার চৌধুরীবাজার সিংরাওইলে গ্রামে টিউবওয়েল প্রজেক্টে ১ লক্ষ ৬০ হাজার টাকা,
গৃহ নির্মাণে রহিম পুর মানিক মিয়াকে ১ লক্ষ টাকা, গৃহ নির্মাণে বড় খুরমার কালা মিয়াকে ২০ হাজার টাকা, গৃহ নির্মাণে সিলাম দক্ষিণ সুরমার সামসুল ইসলামকে ৬৫ হাজার টাকা,সিলাম টিলা মাওন পুর মিন্টু মিয়াকে আর্থিক উন্নতির জন্য ৫৫ হাজার টাকার মটর সাইকেল,ঘাসি গাও সাজিদ মিয়াকে গৃহ নির্মাণে ঢেউটিন, মুহিব আলীকে (পিতাই মিয়া) গৃহ নির্মাণে ঢেউটিন, সাহাব উদ্দিন ও আব্দুর রব কে নগদ ৫৫ হাজার প্রদান করা হয়। মানব সেবায় ট্রাস্টের কার্যক্রম বহমান থাকায় এবং আগামীতে এর কার্যক্রম অব্যাহত থাকার প্রত্যাশা ব্যক্তও করেন ট্রাস্টিগন।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টি মনসুর আহমদ, জালাল আহমদ ইউসুফ, সংগঠক খালেদুর রহমান লাকি,সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর,
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাহিম আহমদ, হামিম আহমদ প্রমূখ।