২৮ শে অক্টোবর বৃহস্পতিবার বাদ জোহর উপজেলার দারুল মা’আরিফ আল ইসলামীয়া রিসার্চ সেন্টার কান্দি গ্রামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাও:আব্দুল হাই জেহাদী।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা ফখরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুর রহমান, খায়রুল ইসলাম সহ আর রহমান এডুকেশন ট্রাস্ট এর বাংলাদেশ শাখার প্রতিনিধি মুস্তাফিজুর রহমান,আবিদুর রহমান প্রমূখ।
আর রাহমান এডুকেশন ট্রাষ্ট ইউ কে এর প্রধান পরিচালক আল্লামা ইমাম নুরুর রহমান দারুল মা’আরিফ এর অনুকুলে এই অর্থ বরাদ্দ করেন।
দারুল মা’আরিফ আল-ইসলামীয়া( ইসলামী রিসার্চ সেন্টার) কান্দিগ্রাম এই আয়োজনের মাধ্যমে ট্রাস্ট এর সদস্যবৃন্দ অর্থ হস্তান্তর করেন বালাগন্জের একজন মাদ্রাসা শিক্ষকের হাতে।
বৃটেন ও সারা বিশ্ব প্রবাসী অনেক যারা আর-রাহমান এডুকেশন ট্রাস্টের এই কার্যক্রমকে উৎসাহ প্রদান করে যাচ্ছেন আল্লাহ তাদের কে উত্তম জজবা দান করুক।
সমুজ আহমদ সায়মন
বিশ্বনাথ,সিলেট।