আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন সর্বত্র সরগরম হয়ে উঠেছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজার সহ অজো পাড়া গাঁয়ের দোকানেও সর্বত্র একটাই আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচন। কে হবেন আগামী দিনের চেয়ারম্যান? এ নিয়ে সাধারণ মানুষের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। আজ ২৯ শে সেপ্টেম্বর বুধবার সকালে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আর এ ঘোষণার সাথে সাথেই ভোটার ও মানুষের মনে আনন্দের বন্যা বইছে। সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা অনেকেই ভোটারদের সাথে কুশল বিনিময়ের গতি আরো বাড়িয়েছেন। উঠান বৈঠকের মতো বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচনী উপস্থিতির জানান দিচ্ছেন তারা।ভোটারদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন প্রার্থীরা।দলীয় মনোনয়ন পেতে জেলা উপজেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সাথে লবিং শুরু করতে ভুলেননি তারা।
বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার জেদ্দার সভাপতি ও সমাজ সেবক আলহাজ্ব আরশ আলী গনি,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর,স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ কয়েছ মিয়া,মুহিবুর রহমান সুইট,মোহাম্মদ জামাল উদ্দিন রেজা, আতাউর রহমান কালু,শরিফ আহমদ রাজু।