‘রাজনৈতিক কলাম কি তবে ওষধি সাহিত্য’ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,শাবিপ্রবি শাখার ২৭/০৮/২০২২ এর আজকের ‘আলোচনা সভা’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও কলামিস্ট আখতারুজ্জামান আজাদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- ” রাজনৈতিক কলাম হল এক ধরনের প্রত্নতত্ত্ব,প্রাচীন রাজনৈতিক কলাম দেখলে ঐ সময়ের সরকার ব্যবস্থা,সামাজিক কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে জানা যায়। একজন রাজনৈতিক কলামিস্টের কলাম ১ হাজার রাজনৈতিক কর্মীর শ্লোগানের চাইতেও শক্তিশালী।এছাড়াও তিনি বলেন- একজন কলামিস্ট কলাম লিখলেও আলোচনা হয় না লিখলেও আলোচনা হয় কেন লিখতেছেন না। কলাম এর প্রভাব হচ্ছে এমন- কোনো বিষয় নিয়ে ১০ জন কলামিস্ট তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিয়ে কলাম লিখলে সরকার সেটা সম্পর্কে নড়েচড়ে বসবে।”
উল্লেখ্য, ফোরামটির সাধারণ সম্পাদক রুবেল আহমেদের সঞ্চালনায় এবং ফোরামের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বক হামিদা আব্বাসীর,শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে ‘আলোচনা সভা’ শুরু হয়।
উক্ত আলোচনা সভায় ফোরামের নেতৃত্ববৃন্দসহ প্রায় অর্ধ শতাধিক শ্রোতাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ফোরামটির সভাপতি শাহ মো: আশরাফুল ইসলাম সম্মানিত শ্রোতাবৃন্দদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে ‘আলোচনা সভা’ সমাপ্ত ঘোষণা করেন।