সিলেট ৩ আসনে উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী (লাঙ্গল মার্কায়) আলহাজ্ব আতিকুর রহমান আতিক সোমবার দুপুরে বালাগঞ্জের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন।
বিকেলে বালাগঞ্জের গহরপুর ও মাদরাসা বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন।
সন্ধ্যায় আবারও বিভিন্ন নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন।
এ সময় আতিকুর রহমান আতিক লাঙ্গল মার্কায় জনগণকে বিভিন্ন উন্নয়নমুখী প্রতিশ্রুতি দিয়ে ভোট চান।
নির্বাচনী জনসভায় বক্তব্যে তিনি বলেন – আমি ৪১ বছর ধরে এ অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, আমাকে আপনারা একবার সুযোগ দিন। আমি যেন আপনাদের জন্য কিছু ভাল কাজ করতে পারি।
তিনি আরও বলেন – সিলেট গ্যাস উৎপাদন হয়। অথচ আমরা গ্যাস পাইনা। আমি নির্বাচিত হলে ঘরে ঘরে গ্যাস দিব।
তিনি বলেন – আমি একজন ক্রীড়াপ্রেমি মানুষ। আমি নির্বাচিত হলে বালাগঞ্জ – ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমায় ৩ টি মিনি স্টেডিয়াম করব। আমি যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য অর্থনৈতিক প্রতিষ্ঠান গড়ে তুলব। আমি জনগণের সেবা করতে এসেছি আমি প্রতিশ্রুতি রক্ষা করব।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন – সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব কুনু মিয়া, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মর্তুজা আহমেদ চৌধুরী সহ বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।