এটিএন বাংলার সিলেট ব্যুরো প্রধান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ মুজিবুর রহমান বলেছেন, বন্যায় ইতমধ্যে অনেক হাওর এলাকা প্লাবিত হওয়ার সাথে সাথে হাওরগুলো ভরাট হয়ে যাচ্ছে। এতে বিরাট ক্ষতির মুখে পড়বে হাওরাঞ্চলের মানুষ সহ এর সাথে সমৃক্ত ব্যবসায়ীক কার্যক্রম। এজন্য অতি দ্রুত বন্যা পরিস্থিতি মোকাবেলা করে পুনর্বাসন প্রক্রিয়ায় জরুরি কিছু প্রদক্ষেপ নিতে হবে।
এজন্য স্থায়ী পরিকল্পনা জরুরি। তিনি আরও বলেন – বন্যার পানিতে পানিবন্দী মানুষের পাশে শুধু খাবার নিয়ে আসলে হবে না এখন তাদের আর্থিক সহযোগীতা প্রয়োজন। এজন্য তিনি সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন – সমাজের বৃত্তবান বলতে শুধু টাকা পয়সাওয়ালা মানুষ নয় এর সাথে সংবাদকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন পেশাজীবীদের এগিয়ে আসতে হবে।
তিনি আজ ৪ জুলাই (সোমবার) দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জের বারহাল এলাকার প্রায় অর্ধশতাধিক পরিবারকে নগদ অর্থ বিতরণ শেষে এক প্রশ্নের জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।
এছাড়াও তিনি গত ২৫ জুন ২০০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন।