সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের নোয়াগাঁও-ইলামেরগাঁও গ্রামের বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের উদ্যোগে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৫.৩১.৫০০/- পাঁচ লক্ষ একত্রিশ হাজার পাঁচশত টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মদরিছ আলী সাহেবের বাড়িতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বৃহত্তর দশগ্রামের প্রবীণ মুরব্বি, দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলু মিয়া, মনফর আলী, ছালিক মিয়া, ফুরকান আলী, সমুজ মিয়া, আব্দুল হক, সমছু মিয়া, মুহাম্মদ আলী, আবুল লেইছ, ছমরু মিয়া, বাতির আলী, আনা মিয়া, মাস্টার নিজাম উদ্দিন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন, বর্তমান মেম্বার আক্তারুজ্জামান, আব্দুল করিম, দিলোয়ার হোসেন, নুর মিয়া, মোহন আহমদ, রাকিবুল হাসান, ফজল আহমদ সহ নোয়াগাঁও-ইলামেরগাঁও গ্রামের মুরব্বিয়ান ও যুবকবৃন্দ।
পরামর্শ সভায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এতে কারো ছবি উঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সর্বশেষে প্রবাসীদের এই মহতি উদ্যোগের জন্য তাদের প্রতি দোয়া কামনা করেন।