ফেঞ্চুগঞ্জে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী ও তার পরিবার। উল্লেখ্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস ইন্তেকাল করলেও ব্যক্তিগত এবং পারিবারিক প্রচেষ্টার ফলে প্রতি দিন দুপু ফেঞ্চুগঞ্জ এর সকল আশ্রয়কেন্রদ্রগুলোতে নিয়মিত খাবার বিতরণ করে যাচ্ছেন।
আজ মঙ্গলবার ৫ জুলাই উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে নিয়মিত খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ২ নং মাইজগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক শাইস্থা, সমাজসেবক শাহ নেওয়াজ,সহ আরও ব্যক্তিরা। এ সময় তারা জানান, আমরা চেষ্টা করেছি বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
জুনেদ আহমদ চৌধুরী জানান, আমরা- চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছি। এবং আমাদের পরিবারের মধ্যে যারাই আছেন আরা সব সময় পাশে দাঁড়ানোর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
এ সময় মোট ৩৫০ টি পরিবারকে প্রাথমিকভাবে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এ পর্যন্ত ফেঞ্চুগঞ্জ বন্যাদুর্গত মানুষের মধ্যে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ আমেরিকার উদ্যোগে বন্যাদুর্গত মানুষের জন্য বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আজ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়ন এর ফরিদপুরে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এর পরিবারের পক্ষে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ আমেরিকার উদ্যোগে বন্যাদুর্গত মানুষের জন্য আরও অনেক প্রকল্প হাতে হাতে নিয়েছে।