মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা পরিষদের উদ্যোগে করোনায় আক্রান্ত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী’র সহধর্মিনী ভাসা রেহনুমাসহ উপজেলার সকল করোনা আক্রান্ত রোগীর দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জুলাই) জোহরের নামাজ শেষে উপজেলা জামে মসজিদে তাদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ,ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন,বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম,বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন,বড়লেখা পল্লী বিদ্যুতের ডিজিএম এমাজ উদ্দিন সরদার,যুগান্তর প্রতিনিধি আবদুর রব,পৌর কাউন্সিলরবৃন্দ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
উল্লেখ্য,গত সোমবার (৫ জুলাই) দুপুরে জেলা প্রশাসক নাহিদ আহসান সপরিবারে করোনা আক্রান্ত হন।বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন।অপরদিকে ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী’র স্ত্রী ভাসা রেহনুমা বুধবার (৭ জুলাই) করোনা আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমেদ বলেন, ‘আমরা মোবাইল ফোনে জেলা প্রশাসক এর সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিয়েছি। তিনি ভালো আছেন।পাশাপাশি ইউএনও সাহেবের সহধর্মিনী এবং বড়লেখা উপজেলায় করোনা আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।