উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ উস্তাযুল উলামা শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (রহঃ),ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা বশির উদ্দিন (রহঃ),অত্র মাদরাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আলাউদ্দিন (রহঃ),অত্র মাদরাসার প্রয়াত শিক্ষকমন্ডলী,এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান ৩০ মার্চ বুধবার বেলা ১১.০০ ঘটিকায় হাটুভাঙ্গা আলিম মাদরাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা ফরিদ উদ্দিন আতহার।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী হাজী মোঃ গৌছুল হোসেন।
বক্তব্য রাখেন মাদরাসার এড হক কমিটির সভাপতি মোহাম্মাদ হোসেন বাবু ,সাবেক শিক্ষানুরাগী সদস্য হাজী মঈন উদ্দিন,ভাইস প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন,শিক্ষক নবী হুসেন,মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহজাহান, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জামাল উদ্দিন,মাওলানা আব্দুল ওয়াদুদ,মাইজগাঁও ইউনিয়ন আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক কারী মুহাম্মদ আফতাব উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ফয়েজুল হক, আল ইসলাহ নেতা বদরুল ইসলাম বেলাল, নুরুল ইসলাম ময়ুর, মোঃ ফখরুল ইসলাম, ইউছুফ আলি,প্রমুখ।
আলোচনা সভা শেষে মরহুম শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান (রহঃ) সহ প্রয়াত সকল আলেম উলামা ও মুর্দেগানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।