সভাপতি মিছবাহ আহমদ,
সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী,
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ০২ নং মাইজগাঁও ইউনিয়নের আওতাধীন শ্রীমিশ্রী আঞ্চলিক শাখা তালামীযের কাউন্সিল অধিবেশন ০১ অক্টোবর শুক্রবার দুপুর ৩ ঘটিকায় শ্রীমিশ্রী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি মিছবাহ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদ আহমদ ছাইম এর সঞ্চালনায় কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন ০২ নং মাইজগাঁও ইউনিয়নের সভাপতি আহমেদ শরিফ।
কাউন্সিল নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান ২ নং মাইজগাঁও ইউনিয়নের সহ সভাপতি সাব্বির আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং মাইজগাও ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক নবীন আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান।
কাউন্সিলে মিছবাহ আহমদ সভাপতি ও সাইদুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং আশিক মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে (২০২১-২২ইং) ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ-সভাপতি পারবেজ আহমদ, সাঈম আহমদ ছাইম, সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ, প্রচার সম্পাদক খলিলুর রহমান সহ-প্রচার সম্পাদক সাইম আহমদ জিয়ার, অর্থ সম্পাদক মিনহাজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক ইনসানুল ইসলাম ছামি সহ-প্রশিক্ষণ সম্পাদক মাহিদ আহমদ,
সদস্য – তামিম, আরিফ, পারবেছ, শিমুল, রাকিব, মুহন।