গতকাল ২৩ মার্চ, বুধবার মোহাম্মদিয়া অডিটোরিয়ামে মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার সাহেবের সভাপতিত্বে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়।
এতে কামিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. হাবিবুর রহমানকে ভি.পি ও ফাযিল প্রথম বর্ষের শিক্ষার্থী সৈয়দ মোস্তফা জামান রাফিকে জি.এস নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন এ.জি.এস শাহেদ আহমদ (আলিম ২য় বর্ষ), সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুরুল মুত্তাকীন (ফাযিল ১ম), সহ সাংঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম (আলিম ১ম), অর্থ সম্পাদক বদরুজ্জামান সাফওয়ান (দাখিল ১০ম), অফিস সম্পাদক লাহিন আহমদ (আলিম ২য়), সহ অফিস সম্পাদক তাওফিক আল আতহার (দাখিল ১০ম), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলী আবদাল (আলিম ২য়), সহ সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদনান আহমদ (দাখিল ১০ম), প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ মাবরুর আহমদ (আলিম ২য়), সহ প্রশিক্ষণ সম্পাদক হুমায়ুন রশিদ মাসুম (দাখিল ১০ম), তথ্য ও প্রচার সম্পাদক আফনান উদ্দিন (দাখিল পরীক্ষার্থী), সহ তথ্য ও প্রচার সম্পাদক ওয়ালিদ হাসান (দাখিল ৯ম), ছাত্রকল্যাণ সম্পাদক ছদরুল আমিন (দাখিল পরীক্ষার্থী), সহ ছাত্রকল্যাণ সম্পাদক মাহফুজ হাসান শাহী (দাখিল ৯ম), নির্বাহী সদস্যবৃন্দ হলেন মো. হারুনুর রশিদ (ফাযিল ২য়), মো. নুর মিয়া (ফাযিল ১ম), মো. তাছিন আহমদ চৌধুরী (আলিম ২য়), শাফি আহমদ সাইম (আলিম ১ম), জাবির চৌধুরী (দাখিল পরীক্ষার্থী), মো. নাজিম উদ্দিন (হিফজ বিভাগ) ও হোসাইন মনসুর তানিম (দাখিল ৮ম)।