সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) ফেঞ্চুগঞ্জ বাজারস্থ ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে এ নির্বাচনে ১৮৮৭ জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, মোট ভোটার এক হাজার ৯৩১ জন।
নির্বাচনে মোটর সাইকেল প্রতীকে নুরুল ইসলাম বাছিত ৯৭২ ভোট পেয়ে বাজার বণিক সমিতি’র সভাপতি নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী হাসান শাহিন আনারস প্রতীকে পান ৮৬১
ভোট।
সাধারণ সম্পাদক পদে উবায়দুল্লাহ মাহমুদ
ঘোড়া প্রতীকে ১০০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম নাহিদ হাসান চৌধুরী (হাতি) প্রতীকে ৭৭২, জাকিরুল হক চৌধুরী পাপ্পু ৬৬ ভোট পেয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে ইকবাল আহমদ খান (উড়োজাহাজ), বিলাল আহমদ (টেবিলফ্যান), সহসাধারণ সম্পাদক পদে গোলাম সারওয়ার খান বাবু (সেলাইমেশিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ টিটু আহমদ (হারমোনিয়াম), অর্থ সম্পাদক পদে শাহিন আহমদ খান (বই), দপ্তর সম্পাদক পদে কামাল আহমদ (সিলিং ফ্যান), প্রচার সম্পাদক পদে ছালেহ আহমদ ডালিম (সিএনজি) নির্বাচিত হন।
এছাড়াও সদস্য পদে ১নং ওয়ার্ডে, জাকারিয়া আহমদ অপু (মোবাইল ফোন),
আজিত দে (মোরগ), আব্দুল আজিজ মুন্সি (ক্যাপ), আবজল আল হোসাইন (রেলগাড়ি)। ২ নং ওয়ার্ডে তোফায়েল আহমদ ইমন (টিউবওয়েল), স্বপন আহমদ (ঘুড়ি), সৈয়দ আক্তার আহমদ (লাটিম), জাহিদুল ইসলাম সাইফুল (ডাব)। ৩ নং ওয়ার্ডে শাহিন আহমদ (জগ),আব্দুল মুহিন সুমন (আপেল), সজল আহমদ সকুল (বক), দাহিরুল করিম রানা (উট) নির্বাচিত হন।