ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের কাতার প্রবাসীদের সংঘঠন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। এরই ধাবাবাহিকতায় আজ (মঙলবার) ২৮ জুন সকাল থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যাদুর্গত মানুষদের নিয়ে গঠিত আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোর মধ্যে বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের স্থানীয় প্রতিনিধিরা। এ সময় খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শাহীন জানান, আমরা প্রবাসীরা অর্থ সংগ্রহ করে দুইধাপে খাদ্য সহায়তা বিতরণ করার চেষ্টা করেছি। এর মধ্যে আজ এবং আগামীকাল কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বর্তমান সময়ে বন্যার্থ মানুষের খাদ্য সংকট বিবেচনা করে আরও বেশি বেশি করে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান।
সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস জানান, আমাদের সিলেটের প্রবাসী ব্যক্তি ও সংঘঠনগুলো যেভাবে বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাতে অতি শীগ্রই আমরা এই পরিস্থিতি থেকে উন্নতি করতে পারব বলে মনে করি। স্থানীয় প্রশাসনের পাশাপাশি বৃত্তবান ব্যক্তি ও প্রবাসীদের সিলেটবাসীর প্রতি এমন আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানাই। উল্লেখ্য ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের উদ্যোগে প্রতি মাসে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তহবিল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন – সমাজকর্মী মাহফুজুর রহমান খান জাহাঙ্গীর, আজিম উদ্দিন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সিনিয়র সহ-সভাপতি হাবিবুল ইসলাম এনাম, আজিজুল তফাদার, যুগ্ন সম্পাদক ইব্রাহিম মোহাম্মদ হাকিম, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জুবেরুল ইসলাম জুলিয়ান, কল্যাণ সমিতির যুব বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ তারেক, সহ- দপ্তর সম্পাদক জুবের আহমদ কামিল, শোয়াইব আহমেদ, জাকির চৌধুরী, এমরান আহমেদ, সুহেল আহমদ, প্রমুখ।