সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামের উদ্যোগে প্রায় দুই সপ্তাহ কর্মবিরতিতে থাকা চা শ্রমিকদের আন্দোলনের কর্মসূচির সাথে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হাজিরা ১৭০ টাকা নির্ধারণ হওয়ায় চা শ্রমিকদের আনন্দ প্রকাশ করা এবং তাদের বিগত দুই সপ্তাহ যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য আজ বুধবার ৩১ আগস্ট দুপুরে উপজেলার মুনিনছড়া, বালুছড়া এবং মনিপুর চা বাগান শ্রমিকদের ১ লক্ষ টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আ.লীগের সদস্য ও ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লেইছ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রেজান আহমদ শাহ, স্থানীয় ইউপি সদস্য শফিক মিয়া, প্রমুখ।
মো. নুরুল ইসলাম জানান, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং তাদের বিগত দুই সপ্তাহ যে আর্থিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদের এই অর্থ সহায়তা বিতরণ করেছি এবং আমি তাদের সাথে সব সময় পাশে দাঁড়ানোর চেষ্টা করব। পাশাপাশি তাদের সাথে আমি একাত্ততা ঘোষণা করছি।