বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলার দ্বি বার্ষিক সম্মেলন আগামী ৪ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় ফেঞ্চুগঞ্জ রাজনপুর আল-মদীনা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মো. নোমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন – সংগঠনের সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, মাওলানা শেহাব উদ্দিন আলিপুরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ। সম্মেলনে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সিলেট জেলা আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ, হাটুভাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দিন, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।
সম্মেলনে সভাপতিত্ব করবেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা হারুনুর রশীদ। এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল।
সম্মেলন সফল করার জন্য ফেঞ্চুগঞ্জ উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন, ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর নেতৃবৃন্দ।