ফেঞ্চুগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ আমেরিকা (ইনক) এর উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে ঈদের উপহার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
শুক্রবার সকালে উপজেলার ৪ টি বন্যাদুর্গত মানুষের আশ্রয়কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের ফেঞ্চুগঞ্জের সমন্বয়কারী ও সমাজসেবক রেখন আহমেদ, দুলাল হোসেন, মকসুদুল ইসলাম জেবুল সহ সংগঠনের বর্তমানে বাংলাদেশে অবস্থান করা নেতৃবৃন্দরা।
এ সময় মোট ৪ টি আশ্রয়কেন্দ্রে ৪০০ মানুষের মধ্যে ঈদের উপহার ও রান্না করা খাবার বিতরণ করা হয়।
উল্লেখ্য এই সংগঠনের মাধ্যমে সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে এ পর্যন্ত ১৭ দিনের কার্যক্রম অব্যাহত রেখেছেন সংগঠনের নেতারা। এর মধ্যে চিকিৎসা সেবা সহ প্রতিদিন রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে।
সংগঠনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাওসারুজ্জামান কয়েস জানান, আমরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং তাদের যথাযথ ভাল কিছু দেওয়ার চেষ্টা করেছি। আমরা এ পর্যন্ত বন্যা পরিস্থিতি শুরু থেকে মানুষের পাশে রয়েছি এবং পরবর্তীতে তাদের স্থায়ী আশ্রয়ণ বিষয়েও গুরুত্ব দেব।
উল্লেখ্য ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ আমেরিকার দায়িত্বে আরও রয়েছেন – লোকমান হোসেন লুকু, মাহবুবুর রহমান মুবু, মছরু মিয়া, হেলাল আহমেদ, হোসেন আহমেদ, জায়েদ আহমেদ, সেলিম আহমদ, শামীম আহমদ সহ আরও অনেকে।