বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা আঞ্চলিক শাখার উদ্যোগে ২৭ এপ্রিল বুধবার ২৫ রমজান বিকেলে হাটুভাঙ্গা আলিম মাদরাসা কনফারেন্স হলে এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব ও মাদরাসার সাবেক মরহুম সকল শিক্ষকদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
শাখা সভাপতি মাসুম আহমদের সভাপতিত্বে ও সাধারণ আব্দুল কাইয়ুম এবং প্রচার সম্পাদক রেদওয়ান আহমেদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ নেতা বদরুল ইসলাম বেলাল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা পূর্ব তালামীযের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং সাংবাদিক নেতা মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটুভাঙ্গা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শাহজাহান আহমদ, আব্দুস সালাম, ইউপি সদস্য আরমান হোসেন আনু, হাফিজ সায়িয়দুল ইসলাম, পল্লী বিদ্যুতের কর্মকর্তা রায়হান উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহেফ শিবলু, সমাজসেবক এনামুল হক ইমন, হাটুভাঙ্গা যুব সংঘের সভাপতি ময়নুল হক মনু, দেলোয়ার হোসেন চৌধুরী জামে মসজিদের ইমাম হাফিজ নোমানুল হক, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সদস্য ইসহাক আহমদ পলাশ, মাইজগাঁও ইউনিয়ন সহ-সভাপতি সুহেল আহমদ, কামরান হোসেন, প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন।