সামাজিক উন্নয়নমূলক সংগঠন ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের হাজী আছকর আলী সোস্যাল ফান্ডের উদ্যোগে শুক্রবার দুপুরে পবিত্র মাহে রমজানের উপহার হিসেবে ১৪০ জন অসহায় ও দিনমজুর মানুষের মাঝে ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন সোস্যাল ফান্ডের উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান আফতাব আলী, শামীম আহমদ, আখতার হোসেন, ট্রাস্টের প্রধান উপদেষ্টা আব্দুল শহিদ কাজলের পক্ষে আব্দুল আউয়াল উপস্থিত ছিলেন।
এই ধরনের উদ্যোগ প্রসঙ্গে হাজী আছকর আলী সোস্যাল ফান্ডের প্রধান উপদেষ্টা আব্দুল শহিদ কাজল বলেন, আমরা চাই সমাজের মানুষের উন্নয়ন হোক। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা শুধু মানুষ যেন ভাল থাকে।
উল্লেখ্য হাজী আছকর আলী সোস্যাল ফান্ডের উদ্যোগে বিভিন্ন সময় মানুষকে সহায়তা করা হয়।