সিলেটের ফেঞ্চুগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ।
গত ২৭ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মন রঞ্জন গুহ এবং সাধারন সম্পাদক আউজালুর রবমান বাবুর নির্দেশক্রমে আগামী ৩(তিন) বছরের জন্য আশরাফুল হাসান চৌধুরী কামরানকে সভাপতি ও নাহিদ সুলতান পাশাকে সাধারন সম্পাদক করে ১৫ মার্চের তারিখে ১০ সদস্যের কমিটি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ কমিটি ঘোষনা করেন।
অন্যদিকে একইদিনে সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের প্যাডের ঘোষিত একটি কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়। সেই কমিটিতে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমদ কে সাধারণ সম্পাদক উল্লেখ করা হয়।
কমিটি ঘোষণার পর কেন্দ্রীয় দপ্তরের ঘোষিত দায়িত্ব পাওয়া নেতারা আনন্দ মিছিল করেন। এর কিছুদিন পর আবার জুনেদ আহমদ এর নেতৃত্বে আরেকটি মিছিল হয় যেখানে জুনেদ আহমদ কে সাধারণ সম্পাদক দাবি করা হয়। এ নিয়ে প্রশ্ন উঠে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে।
আজ ৩ এপ্রিল বরিবার সন্ধ্যায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সভাপতি মোস্তাক উদ্দিন আহমদ ও সাধারন সম্পাদক ইমন ইবনে সাম্রাটের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবাদ লিপি প্রকাশ করে। সেখানে কেন্দ্র ঘোষিত সভাপতি কামরানকে রাজাকারপুত্র দাবি করে অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানানো হয়।
অন্যদিকে এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা কেন্দ্রের সিদ্বান্তকে স্বাগত জানিয়েছেন।
বারবার দুইটি গ্রুপ সৃষ্টি হয়ে কমিটি নিয়ে যে বেড়াজাল সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে কথা হয় সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের সাথে।
এ ব্যাপারে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ মুঠোফোনে জানান, কমিটি উর্ধতন নেতাদের নির্দেশনা ও নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোন অপৃতিকর ঘটনা ঘটলে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আফছার আজিজের সাথে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।