সিলেটের ফেঞ্চুগঞ্জে সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রেজি নং ৭০৭ উপশাখা পালবাড়ি ফেঞ্চুগঞ্জ উপ পরিষদের ত্রি- বার্ষিক নির্বাচন ১৬ ই আগস্ট মঙ্গলবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত অনুষ্ঠিত হয়৷ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচনে সভাপতি পদে সঞ্জিত দেবনাথ ৯৬ ভোট পেয়ে বিজয়ী হোন। সহ-সভাপতি পদে হোসেন আহমদ প্রাপ্ত ভোট -৮৮, সাধারণ সম্পাদক পদে রিপন আহমেদ ১০৮ ভোট, সহ-সাধারণ সম্পাদক হাবিব মিয়া ৮৪ টি সাংগঠনিক সম্পাদক পদে আনোয়ার হোসেন ১০২ ভোট সদস্য পদে ওবায়দুল ইসলাম ৮৯ টি ভোট এবং ফুল মিয়া ৬১ টি ভোট পেয়ে নির্বাচিত হোন।
নির্বাচন প্রসঙ্গে পালবাড়ি বাজার বনিক সমিতির সভাপতি নজমুল ইসলাম জানান, অত্যন্ত সুন্দর একটি নির্বাচন হয়েছে। আমরা আশাকরি তারা সুন্দরভাবে মানুষের সেবায় নিয়জিত থাকবে।