সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও ফল বিতরণ করা হয়েছে। ২৩ জুন ২০২২, বৃহস্পতিবার, ফেঞ্চুগঞ্জের বন্যাদুর্গত এলাকায় এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন, কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা হারুনুর রশীদ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী শেখ হাবিবুর রহমান, সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সহ-প্রচার সম্পাদক মো. আব্দুল মালিক, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিলুর রহমান জুয়েল, সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুস, রেজাউল করিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি মো. আব্দুল্লাহ আল মাওসুফ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদরাসা সভাপতি মো. আব্দুর রহমান, উপজেলা সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, সাধারণ সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক হারুন আহমদ হিরো, সহ-প্রচার সম্পাদক মো. ইসমাঈল হোসেন, মো. কামিল হোসেন, অর্থ সম্পাদক এনামুল ইসলাম মুন্না, সহ-অফিস সম্পাদক ইমরান নূর, শরিফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মাসরুর, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ এহসানুল হাসান প্রমুখ।