সিলেটের ফেঞ্চুগঞ্জে পানিবন্দী প্রতিবন্ধীদের মানুষের মধ্যে ও বন্যার্থ প্রতিবন্ধী ব্যক্তিদেরকে হাজী খুরশীদ আলী ও ছায়ারুন্নেছা এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে এবং যুক্তরাজ্য প্রবাসী ভেলরি টেইলর ট্রাস্টের ফাউন্ডার এবং সি আর পির অন্যতম সদস্য সায়েদুল ইসলাম খালেদ এর উদ্যোগে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে ২৫ জুন শনিবার সকালে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হাজী খুরশীদ আলী ও ছায়ারুন্নেছা এডুকেশন ট্রাস্টের সভাপতি মুহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য আব্দুল আউয়াল কয়েস।
ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কুয়েতের সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, সমাজকর্মী সুহেল আহমদ, মশিউর রহমান রিপন, সি আর পির সিলেট জেলা প্রকল্প কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জে পানিবন্দী প্রতিবন্ধীদের নগদ অর্থ বিতরণ করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হনুফা বেগম, সহ-সাধারণ সম্পাদক হালিমা বেগম, বাবলু দাস, সুলেমান মিয়া, আব্দুল করিম, প্রমুখ।