সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেরিঘাট এর কুশিয়ারা সেতুর পাশে আজ বুধবার সন্ধ্যা ৬ টার দিকে একটি নবজাতক কন্যা সন্তান পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় রাজনগর উপজেলার একজন বাসিন্দা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান। তারপর তিনি সেখানে গিয়ে শিশুটিকে কোলে নিয়ে আশেপাশের লোকজনকে বিষয়টি অবহিত তারপর। পরবর্তীতে ফেঞ্চুগঞ্জ থানায় যোগাযোগ করা হলে এস আই আতিকুজ্জামান জুনেল তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু সাইদ মিয়া মুঠোফোনে জানান, আমি বিষয়টি জেনেছি, বর্তমানে শিশুটি উপজেলা সমাজসেবা অফিসের অধীনে থাকবে এবং পরবর্তীতে যদি তাহার কোন অভিভাবক না পাওয়া যায় তাহলে সিলেটের সমাজসেবা অধিদপ্তরের কাছে প্রেরণ করা হবে।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার এস আই আতিকুজ্জামান জুনেল জানান, আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে যাই এবং শিশুটিকে উদ্ধার করি। শিশুটি বর্তমানে সমাজসেবা অধিদপ্তর এবং আমাদের অধীনে থাকবে। আমরা এ ব্যাপারে তদন্ত করব।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, সন্ধ্যার দিকে একটি ছেল ও মেয়ে ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা সেতুর আশেপাশে ঘন ঘন যাতায়াত করছিল। কিন্তু স্থানীয়রা তাদেরকে চিনতে পারেননি।