“মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস আজ ২ জানুয়ারি রবিবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এক সেমিনার আয়োজন করা হয় ।
সেমিনারে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম।
সেমিনারে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর উপস্থাপনায় মূল বিষয় ও স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ছাইদ মিয়া।
সেমিনারে আরও বক্তব্য রাখেন -ফরিদপুর শুকতারা ক্লাবের সভাপতি মো. ছায়্যিদুল আলম মুরাদ, ইউনিয়ন সমাজসেবা অফিসার মো. বদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি শিরীনা আক্তার, সাধারণ সম্পাদক হনুফা বেগম, আল ফারুক এতিমখানা হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ শফিকুল ইসলাম, হাফিজ পারভেজ আহমদ, জাহাঙ্গীর আলম, নিজ ঘিলাছড়া অন্তরঙ্গ যুব কল্যাণ সংঘের সভাপতি হুজ্জত আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রমুখ।
সেমিনারে সরকারের বিশেষ সুবিধাভোগী ব্যক্তিরা অংশ নেন।