সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শাহজালাল সারকারখানায় নব নির্মিত দৃষ্টি নন্দন মসজিদ শাহজালাল সারকারখানা মসজিদের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। শনিবার মাগরিবের নামাজ আদায়ের সময় মুসল্লিরা বিষয়টি লক্ষ্য করেন। এতে শুরু হয় নির্মাণ কাজ নিয়ে তুমুল সমালোচনা। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার কে প্রাথমিকভাবে ত্রুটির কারণ হিসেবে বলছেন স্থানীয়রা।
গত মাসে অনানুষ্ঠানিকভাবে মসজিদটি উদ্ভোধন করে মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
প্রাথমিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় উঠে।
এ ব্যাপারে শাহজালাল সারকারখানা মসজিদ পরিচালনা কমিটির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায় নি।
এ ব্যাপারে স্থানীয় এলাকার বাসিন্দা বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন – আমি নিজে নামাজ পড়তে মসজিদে নিয়মিত যাই। আজ মাগরিবের নামাজ আদায়ের জন্য সেখানে গেলে আমি নিজে এই ফাটলগুলি লক্ষ্য করি। সাথে মুসল্লীরাও তা দেখে আতংকিত হয়ে পড়েন। আমি সারকারখানার নির্মাণ কাজের নিম্নমানের এসব কাজের নিন্দা জানাই এবং এই মসজিদের নির্মাণ কাজে যারা অনিয়মের সাথে যুক্ত ছিল সবার দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনার দরকার বলে মনে করি। যারা আল্লাহর ঘর নিয়ে দুর্নীতি করে তাদের কি আল্লাহর ভয় নেই? এদের অতিবিলম্বে দোষীদের চিনহিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
স্থানীয়ভাবে আরও জানা যায়, মসজিদটি একটি গর্তের পাশে মাটি ভরাট করে নির্মাণ করায় এ ধরনের ফাটল সৃষ্টি হয়েছে। কারণ পার্শবর্তী গর্ত ভরাট না করে ফিলার দিয়ে ধাবিত হওয়া থেকে আটকানো হয়েছে। পাশের খাল এবং গর্তের কারণে ইতমধ্যে মসজিদটি ধাবিত হয়েছে।
এছাড়া মসজিদের অজুখানা ও বাইরের দেয়ালেও ফাটল দেখা দিয়েছে।
এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে তুমুল সমালোচনার ঝড় উঠেছে।
মসজিদ নির্মাণের সাথে জড়িত ঠিকাদারি প্রতিষ্ঠান সম্পর্কে কতৃপক্ষ কাউকে এখনো অবহিত করে নি।
জালালাবাদ /৫৭৮৪৭