সিলেটের ফেঞ্চুগঞ্জে ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্তিয় অংশগ্রহণ’ এই প্রতিপাদ্য নিয়ে ২৩ শে ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদের হলরুমে ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ছাইদ মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েব ফাউন্ডেশনের ডিভিশনাল প্রধান শাহজাহান মিয়া।
সভায় বক্তারা বলেন, ওয়েব ফাউন্ডেশনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা যেভাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারায় অন্তর্ভুক্ত করতে কাজ করছে তা আরও গতিশীল হলে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন হবে।
সভার সভাপতি ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ইসকা বলেন, দলিত- হিজড়া সম্প্রদায় ও ক্ষুদ্র গোষ্ঠীগুলো আসলেই আমাদের সমাজে পিছিয়ে রয়েছে। তাদেরকে আরও উন্নত জীবন দেওয়ার জন্য কাজ করছে ওয়েভ ফাউন্ডেশন। তিনি বলেন – যেকোনো উন্নয়নের মূলমন্ত্র হচ্ছে শিক্ষা। যদিও প্রতিটি শ্রেণির লোকদের মধ্যে শিক্ষার বিন্যাস ঘটানো যায় তবেই কর্মমুখী শিক্ষার উদ্যোম ঘটকে। এতে করে লোকেরা বুঝতে পারবে তাদের এগিয়ে যেতে কি করতে হবে। এজন্য শিক্ষার কোন বিকল্প নেই।
উল্লেখ্য ওয়েভ ফাউন্ডেশন সিলেটের প্রতিটি উপজেলায় এই কার্যক্রম চালু করেছে এবং ফেঞ্চুগঞ্জে তা চলবে ২০২৪ সাল পর্যন্ত।
সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, সাংবাদিক, নারীকর্মী ও প্রতিবন্ধী ফোরামের নেতারা।