সিলেটের ফেঞ্চুগঞ্জের দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও আল মাহাব্বাহ হাফিজিয়া মাদরাসার জামে মসজিদের উদ্বোধন আজ (শুক্রবার) ২ সেপ্টেম্বর জুমার নামাজ ও নামজ শেষে ইসলামি আলোচনা এবং মিলাদ মাহফিল দোয়ার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও সিলেট জেলা পরিষদের সদস্য আব্দুল আউয়াল কয়েস এর সভাপতিত্বে ও আল মাহাব্বাহ হাফিজিয়া মাদরাসা ও মসজিদ কমিটি ও শ্রমিক সংঘের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি আলহাজ্ব মাওলানা হারুনুর রশীদ।
আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবু সাইদ সেলিম, ফেঞ্চুগঞ্জ বাজার বনিক সমিতির অর্থ সম্পাদক শাহিন আহমেদ খান, দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারের সাধারণ সম্পাদক জুবেদুল ইসলাম জুলিয়ান, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কালাম রাজা সাহেল, সমাজকর্মী সোহেল আহমদ, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শাফায়াত হোসেন, কোষাধ্যক্ষ কেনু মিয়া সহ স্থানীয় ইউপি সদস্য মদজিদ কমিটির সদস্য এবং সাধারণ মুসল্লীরা।